বিপুল পরিমাণ চোরাই তেল ও পোড়া মবিল জব্দ

কুমিল্লায় নিম্নমানের বিটুমিন তৈরির কারখানায় অভিযান, আটক ২

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রামে নিম্নমানের বিটুমিন তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে, বিপুল পরিমাণ চোরাই তেল ও পোড়া মবিল জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় আব্দুল মান্নান ও ফোরকান নামের দুজনকে আটক এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।  

গত মঙ্গলবার চৌদ্দগ্রামের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স আলম অ্যান্ড কম্পানি’ নামের ওই কারখানায় অভিযান চালায় র‌্যাব। কারখানাটিতে ভেজাল জ্বালানি তেল ও বিটুমিন তৈরি করা হতো বলে জানিয়েছে র‌্যাব।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত, আব্দুল মান্নানকে এক বছর এবং ফোরকান মিয়াকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২-এর উপ-পরিচালক ও কম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিবের নেতৃত্বে, র‌্যাবের একটি টিম এ অভিযানে নামে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত, ওই কারখানায় অভিযানে দুটি তেলবাহী ট্রাক ও একটি ডিজেলভর্তি পিকআপসহ বিপুল পরিমাণ চোরাই তেল ও পোড়া মবিল জব্দ করা হয়।

আরও পড়ুন


পরীমনি কেনো এতো রাতে বোট ক্লাবে যাবে: সোহান (ভিডিও)

ক্লাবে ঢুকে মদ না পেয়ে তারা ভাঙ্গচুড় চালায় : ক্লাব কর্তৃপক্ষ (ভিডিও)

অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করলেন পরীমনি (ভিডিও)

মদ পানে গভীর রাতে যুবক-যুবতী নিয়ে ক্লাবে যেতেন পরীমনি


news24bd.tv / কামরুল