চট্টগ্রাম বন্দর কাস্টমস ২৪ ঘন্টা খোলা রাখার সুফল মিলেছে রাজস্ব আদায়ে

Other

বছর জুড়ে করোনার ভয়াবহতার মধ্যেও ২০২০-২১ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় গেল অর্থ বছরের চেয়ে অনেক বেশি। কয়েক মাসে রাজস্ব আদায় বেড়ে যাওয়ায় এবারের লক্ষ্য মাত্রার কাছাকাছি পৌঁছেছে কাস্টমস।  

চব্বিশ ঘন্টা কাস্টমসের কার্যক্রম চালু থাকায় রাজস্ব আদায়ে স্বরণকালের সর্বোচ্চ রেকর্ড বললেন বন্দর ব্যবহারকারীরা। তবে বন্দর সচিব বলছেন,আমদানি ও রপ্তানি কারকরা আরো এগিয়ে আসলে রাজস্ব বাড়বে আরো কয়েকগুণ।

তবে অসৎ ব্যবসায়ীদের কোন ছাড় নেই বললেন কাস্টমস কমিশনার ।  

চলতি মাসেই শেষ হচ্ছে চট্টগ্রাম কাস্টমসের ২০২০ -২১ অর্থ বছরের রাজস্ব আদায়ের সময়সীমা। এবারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬৪ হাজার ৩০৩ কোটি ৬০ লাখ টাকা। যা এই পর্যন্ত আদায় হয়েছে ৫০ হাজার ২শ কোটির বেশি।

  যা গেল অর্থ বছরের চেয়ে অনেক বেশি বললেন কাস্টমসের এই কর্মকর্তা।

চট্টগ্রাম বন্দর কাস্টমস ২৪ ঘন্টা খোলা রাখার সুফল মিলেছে রাজস্ব আদায়ে বললেন বন্দর ব্যবহারকারীরা।

বন্দর সচিব বলছেন, আমদানি রপ্তানি কারকরা পণ্য খালাস কিংবা পণ্য রপ্তানিতে মনোযোগি হলে আরো বাড়বে রাজস্ব।

এদিকে কাস্টমস কমিশনার বলছেন ,আইন এবং বিধির বাইরে পণ্য খালাস করতে আসলে ছাড় দেয়া হবেনা আমদানি কারকদের।

এদিকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বে টার্মিনাল চালু হলে কাস্টমসের রাজস্ব আরো বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

আরও পড়ুন


পরীমনি কেনো এতো রাতে বোট ক্লাবে যাবে: সোহান (ভিডিও)

ক্লাবে ঢুকে মদ না পেয়ে তারা ভাঙ্গচুড় চালায় : ক্লাব কর্তৃপক্ষ (ভিডিও)

অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করলেন পরীমনি (ভিডিও)

মদ পানে গভীর রাতে যুবক-যুবতী নিয়ে ক্লাবে যেতেন পরীমনি


news24bd.tv / কামরুল