নাটোরে ২০০ বস্তা সরকারি গম জব্দ

নাটোরে ২০০ বস্তা সরকারি গম জব্দ

অনলাইন ডেস্ক

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ২০০ বস্তা সরকারি গম জব্দ করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) দুপুরে উপজেলার গোপালপুর এলাকার খাদ্যগুদাম সংলগ্ন পরিত্যক্ত একটি বাসায় এ অভিযান চালানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, গোপালপুর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ২০০ বস্তা সরকারি গম গোপনে পরিত্যক্ত একটি বাসায় সরিয়ে রেখেছেন- এমন খবর পাওয়ার পর দুপুরে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার ও জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রলাল চাকমার উপস্থিতিতে জব্দ গম পুনরায় খাদ্য গুদামে মজুদ করা হয়।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামে বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রলাল চাকমা।

আরও পড়ুন:


ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানাল ইভ্যালি

নোয়াখালীতে করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ১১৬


 

news24bd.tv / তৌহিদ