রাজশাহী মেডিকেলে আরও ২২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে আরও ২২ জনের মৃত্যু

Other

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গেলে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি জানান, মৃত ২২ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন।

আর ১৬ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর ১৪ জন, ১ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ১, নওগাঁর ৫ জন এবং ঝিনাইদহের ১ জন রয়েছে।

জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন মোট ৩৫৫ জন।

আরও পড়ুন


তানজিন তিশা এবার ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর

রিমোটের ব্যাটারি খেয়ে ফেলায় খাদ্যনালী পুড়ে ২ বছরের শিশুর করুণ মৃত্যু

আজ প্রাচ্যের অক্সফোর্ডের ১০০ বছর পূর্তি

ব্যক্তিগত চাহিদা গণমাধ্যমে বলা উচিত নয়: সুজন প্রসঙ্গে আকরাম খান


ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৯৫ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৬৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪০৫টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৬২ জন। ’

করোনা পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৬৫টি নমুনায় ২০১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫৫৩টি নমুনা পরীক্ষায় ২৪৮ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ৯০ শতাংশ। ’

news24bd.tv এসএম