মিয়ানমারে প্রায় আড়াই হাজার বিক্ষোভকারীর মুক্তি

মিয়ানমারে প্রায় আড়াই হাজার বিক্ষোভকারীর মুক্তি

অনলাইন ডেস্ক

মিয়ানমারে দুই হাজার তিনশ বিক্ষোভকারীকে মুক্তি দেয়া হয়েছে। সেনা-শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছিল। ইয়াঙ্গুনে জেল থেকে বাসে করে আটক বিক্ষোভকারীদের ছেড়ে দেয়া হচ্ছে। খবর ডয়চে ভেলের।

উপ-তথ্যমন্ত্রী মেজর জেনারেল জ মিন তুন চীনা সংবাদসংস্থা জিনহুয়াকে বলেছেন, যে সব বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছিল, কিন্তু কোনো সহিংসতা করেনি, তাদের ছেড়ে দেয়া হচ্ছে। কিন্তু যারা সহিংসতা করেছিল, তাদের ছাড়া হচ্ছে না।

এদিকে, সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর  গ্রেফতার করা গণতন্ত্রপন্থী নেত্রী, ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্ট এখনো কারাগারেই বন্দি আছেন।


আরও পড়ুন:

ইন্সটাগ্রামে প্রত্যেক বিজ্ঞাপনে ১৪ কোটি টাকা নেন রোনালদো

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আজও ১৭ জনের মৃত্যু

অরূপ সৌন্দর্যে ঘেরা এই দ্বীপ ভ্রমণে লাগবে না কোয়ারেন্টাইন

আশ্রয়ণ প্রকল্প: চলছে আমলাতন্ত্রের দৌরাত্ম্য ও লুটপাট


উল্লেখ্য, মিয়ানমারে চলতি বছরের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত বহু গণতন্ত্রকামীর প্রাণহানি হয়েছে।

এছাড়া হাজার হাজার মানুষ কারাবন্দী রয়েছেন। এ ঘটনায় বরাবরই নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘসহ একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা। এর মধ্যে গত বুধবার থেকে মিয়ানমারে আটক বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়া হচ্ছে।

news24bd.tv / নকিব