চীন ও যুক্তরাষ্ট্রের টিকা আসছে রাতে

চীন ও যুক্তরাষ্ট্রের টিকা আসছে রাতে

অনলাইন ডেস্ক

চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্ম ভ্যাকসিনের ২০ লাখ ডোজের প্রথম চালানটি চালান শুক্রবার (২ জুলাই) রাত ১টা নাগাদ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।  

ঢাকায় চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান শুক্রবার রাতে জানান, বেইজিং এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান টিকা নিয়ে রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বিমানটি রাত ১টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে রাত ১১টার দিকে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের প্রথম চালান আসার কথা রয়েছে।

দ্বিতীয় চালান আসবে শনিবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে। সব মিলিয়ে শনিবার সকালে সরকারের হাতে ব্যবহারযোগ্য ৪৫ লাখ টিকা থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ বিষয়ে বলেন, ওয়াশিংটন ডিসি থেকে দুইভাগে ২৫ লাখ টিকা বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। এই টিকার জন্য বাংলাদেশকে কোনো টাকা দিতে হচ্ছে না।

news24bd.tv/আলী