লকডাউনে চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

লকডাউনে চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের রোধে সারা দেশের মতো নওগাঁতেও চলছে কঠোর লকডাউন। লকডাউন বাস্তবায়ন করতে জেলার ১১টি উপজেলায় সেনাবাহিনীর ৫টি ও বর্ডার গার্ড বাংলাদেশ ৮টি টিম মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুুলিশের পাশাপাশি আনসার বাহিনী, রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবী সংস্থা মাঠে কাজ করে চলেছে।

জরুরী প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছে না।

আর যাদের প্রয়োজনে বের হতে হচ্ছে, যানবাহন না পেয়ে পায়ে হেঁটে চলাচল করছে তারা।

কিন্তু লকডাউনে চরম দুর্ভোগে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। তাদের মধ্যে রিকশাচালক, শ্রমিক, দিনমজুর চা-পান দোকানিসহ ফুটপাতের দোকানিরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। আয়-রোজগার বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছে এসব খেটে খাওয়া মানুষ।

আরও পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর ‘লজ্জা-শরম’ বলতে কিছু নেই: ফখরুল

রাজধানীতে গৃহকর্মীকে নির্যাতনের দায়ে স্বামী-স্ত্রী আটক

যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ১৯ জনের মৃত্যু

news24bd.tv/এমিজান্নাত