নোয়াখালীতে করোনাভাইরাসে আরও ৩ জনের মৃত্যু

নোয়াখালীতে করোনাভাইরাসে আরও ৩ জনের মৃত্যু

Other

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও তিন জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া, নতুন করে আরও ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ৫৩৮ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৫৩ শতাংশ।

রোববার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বার হাজার ৪৮৬ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৯ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জ ৫৫জন, সোনাইমুড়ীতে ৮জন, চাটখিল ১৬ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে রয়েছে ২১জন। মৃত্যুর হার ১ দশমিক ২৪ শতাংশ।     

আরও পড়ুন:


প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চুয়ালি করার নির্দেশ

কোপার শিরোপা জিতে উরুগুয়ের পাশে আর্জেন্টিনা

ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ১ জন, সেনবাগে ১ জন, চাটখিলে ৮ জন, কোম্পানীগঞ্জ ৬ জন, কবিরহাটে ৩ জন রয়েছেন। এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৮৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৭ শতাংশ।

news24bd.tv রিমু