প্রধানমন্ত্রীর আবেগ নিয়ে যারা প্রতারনা করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে না কেন!

শওগাত আলী সাগর

প্রধানমন্ত্রীর আবেগ নিয়ে যারা প্রতারনা করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে না কেন!

Other

১. বাংলাদেশে কোনো নির্মাণকাজে কী ওয়ারেন্টি ক্লজ থাকে? যেমন কোনো স্থাপনা নির্মাণের এক বছরের মধ্যে ভেঙ্গে গেলে বা ফাটল ধরলে বা অন্য কোনো সমস্যা দেখা দিলে ঠিকাদার তার নিজের খরচে সেটি ঠিক করে দেবে- এমন শর্ত! প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের বাড়ী ঘরগুলোর  ক্ষেত্রে কী এমন কোনো ক্লজ ছিলো?

২. প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পে যেটি হয়েছে সেটি কী প্রতারণা নয়? যা করে দেয়ার কথা ছিলো তা করা হয়নি- অথচ পুরো খরচ নিয়েছে সংশ্লিষ্টরা। তা হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রতারণার মামলা হবে না কেন? প্রতারনার দায়ে সংশ্লিষ্ট ঠিকাদারদের গ্রেফতার করা হবে না কেন?

৩. অনেককে বলতে শুনি দরিদ্রদের জন্য বাড়ী ঘর বানিয়ে দেয়াটা না কি প্রধানমন্ত্রীর আবেগের প্রকল্প। খোদ প্রধানমন্ত্রীর আবেগ নিয়ে যারা প্রতারনা করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে না কেন!


লেখাটি শওগাত আলী সাগর​-এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়।

)

আরও পড়ুন

লকডাউনে বের হতে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা

ঈদে ১১ টি গান নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান

ইসরায়েলি সহিংসতায় চুপ থাকবে না তুরস্ক

এক মাসে ৩ লাখ মৃত্যু: প্রশ্নবিদ্ধ ভারত

news24bd.tv/এমিজান্নাত