চীনে হোটেলের ভবনধসে ৩৬ ঘণ্টায় ১৭ মরদেহ উদ্ধার

চীনে হোটেলের ভবনধসে ৩৬ ঘণ্টায় ১৭ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চীনের পূর্ব শহর সুঝাউতে সিজি কাইউয়ান নামে হোটেলটির ভবন স্থানীয় সময় গত সোমবার  বিকেলে ধসে পড়ে।

ভবনটি ধসের ঘটনায় ৩৬ ঘণ্টার উদ্ধার অভিযানে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকৃত ২৩ জনের মধ্যে ছয়জন জীবিত আছেন।

আরও পড়ুন


পরশু পর্যন্ত ডেঙ্গু রোগী বাড়ছিলো : মেয়র তাপস

মমতা ব্যানার্জির সাদাসিধে জীবনের গল্প

খুলনা বিভাগে কমেছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা

‘কালা নু’ শহর থেকে তালেবানদের বিতাড়িত করা হয়েছে: কাবুল


গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা যায়, ভবনটির মালিক বিল্ডিংয়ের কাঠামো পরিবর্তন করায় এ ধসের ঘটনা ঘটেছে।

গত কয়েক বছরে এই হোটেলটির ভবন ঘন ঘন সংস্কার করা হয়েছে।

দেশটির জিয়াংসু প্রাদেশিক সরকার বলেছে, একটি তদন্তকারী দল দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা ফৌজদারি অভিযোগের মুখোমুখি হবেন। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে ৬ শতাধিক উদ্ধারকর্মী অংশ নেয়।

সূত্র: বিবিসি

news24bd.tv/এমিজান্নাত