বরিশাল শের-ই বাংলা মেডিকেলে আজও ১২ জনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে আজও ১২ জনের মৃত্যু

Other

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৭৯ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরপি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার সব শেষ রিপোর্টে ৬১ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মেডিকেলের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গতকাল বুধবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৫৯ জন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। এই সময়ের মধ্যে নানা উপসর্গ নিয়ে ৫৪ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যার মধ্যে ২৬ জনের করোনা পজেটিভ।

গত ২৪ ঘণ্টায় ২ জন করোনা পজেটিভসহ ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। সব শেষ মৃত্যু হওয়া ১২ জনের মধ্যে বরিশালের ৬ জন, ঝালকাঠীর ২ জন, পিরোজপুরের ২ জন, বরগুনার ১ জন এবং ১ জন পটুয়াখালীর।

আরও পড়ুন


এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে হবে জানালেন শিক্ষামন্ত্রী

শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

কুষ্টিয়ায় আজও ১৪ জনের মৃত্যু

ইসরাইলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি তরুণরা


এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের সব শেষ রিপোর্টে ২০৩ জনের নমুনা পরীক্ষায় ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬১ ভাগ। এর আগের দিন করোনা শনাক্তের হার ছিলো ৬২.৭৬ ভাগ।  

গত বছর ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।  

গত বছরের ১৭ মার্চ শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত সেখানে ৮৭৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩৫ জনের করোনা ছিলো পজেটিভ।

news24bd.tv এসএম