রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রজ্ঞাপন রোববারের (১৮ মে) মধ্যে জারি না হলে সোমবার (১৯ মে) থেকে আবারও আন্দোলন শুরু করবেন তারা। শনিবার (১৭ মে) রাজধানীর ইডেন কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ হুঁশিয়ারি দেন। শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের যৌক্তিক দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তাই রোববারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে, সোমবার থেকে আমরা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হবো। শিক্ষার্থীদের দাবিসমূহ আগামী পাঁচ দিনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও লোগো প্রকাশ করতে হবে। এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি করতে হবে। এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা আরও বলছেন, এবার...
রোববারের মধ্যে প্রজ্ঞাপন, নইলে ফের আন্দোলন: সাত কলেজ
নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের বৃত্তির টাকা নিয়ে জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রতারণার মাধ্যমে যাতে আত্মসাৎ করা না যায় সে লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, রাজস্ব খাতভুক্ত সব ধরনের বৃত্তি (পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও অনার্স) ও উপবৃত্তির (পেশামূলক ও তফসিলি) অর্থ ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের তফসিলভুক্ত অনলাইন ব্যাংক হিসাবে পাঠানো হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য বৃত্তির এমআইএস সফটওয়্যারে প্রতিষ্ঠান (সব মাধ্যমিক বিদ্যালয়, সাধারণ কলেজ, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং কলেজ, বুয়েট ও পাবলিক বা সাধারণ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের অর্থ)...
৭ কলেজের শিক্ষার্থীরা জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে
অনলাইন ডেস্ক

রাজধানীর সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়ায় কালক্ষেপণের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। আজ বিকেল ৪টায় ইডেন কলেজের সামনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সাত কলেজের অর্গানাইজিং উইং থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি এবং পূর্বের অধিভুক্তি বাতিলের প্রেক্ষাপটে সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসনের চূড়ান্ত অনুমোদন নিয়ে সময়ক্ষেপণ করছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বলছেন, অধিভুক্তি থেকে মুক্তির পর তাদের ভর্তি কার্যক্রম থেমে গেছে। শিক্ষার্থীরা সেশনজটের মুখে পড়েছেন। বিশ্ববিদ্যালয় রূপান্তরের ঘোষণার দুই মাসেও অধ্যাদেশ জারি হয়নি। গঠন করা হয়নি...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সমাপ্তি, শনিবার থেকে ক্লাস শুরু
অনলাইন ডেস্ক

চলমান আন্দোলনের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা অবশেষে অবস্থান ও অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন। একইসঙ্গে শাটডাউন কর্মসূচিও প্রত্যাহার করা হয়েছে। ফলে শনিবার (১৮ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রতি সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ণ সম্মতির ঘোষণা দেন। এরপর আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন। অধ্যাপক রইছ উদ্দীন বলেন, আমাদের দাবিগুলো যেহেতু সরকার মেনে নিয়েছে, তাই আমরা এই আন্দোলনের সমাপ্তি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর