পটুয়াখালীতে করোনায় তিন জনের মৃত্যু

পটুয়াখালীতে করোনায় তিন জনের মৃত্যু

Other

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালীতে তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কলাপাড়া উপজেলায় এক নারীসহ দুই জন ও বাউফল উপজেলায় এক ব্যক্তি মারা গেছেন। এছাড়াও নতুন করে ৬৯ জন আক্রান্ত হয়েছেন।

রোববার (১৮ জুলাই) সকালে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেন।

কলাপাড়া উপজেলার চম্পাপুর এলাকার মোঃ মনিরুজ্জামান (৪০) ও টিয়াখালীর মুন্নী এবং বাউফলের কনকদিয়া গ্রামের বিমল দেবনাথ (৩৭) মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় আরও ৬৯ জন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন জানান, তিন জনের মধ্যে মো. মনিরুজ্জামান ও বিমল দেবনাথ বরিশাল শেবাচিমে মারা গেছেন। অপর জন মুন্নি ঢাকার ইসলামিয়া হাসপাতালে মারা গেছেন।

আরও পড়ুন


ময়মনসিংহ মেডিকেলে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

খুলনায় গত আট দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

কুষ্টিয়ায় আজও ২০ জনের মৃত্যু

পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭০


পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। বর্তমানে মোট ৬৮৪ জন রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৩ জন এবং হোমে রয়েছেন ৬৫১ জন। এ পর্যন্ত ২৪ হাজার ৮০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।

news24bd.tv এসএম