জিজ্ঞাসাবাদ শেষে ফেরি শাহজালালের চালকসহ চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে

জিজ্ঞাসাবাদ শেষে ফেরি শাহজালালের চালকসহ চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক

জিজ্ঞাসাবাদের পর দুর্ঘটনায় কবলিত ফেরি শাহজালালের চালকসহ চারজনকেই ছেড়ে দেওয়া হয়েছে।  

রবিবার রাত ১২টার দিকে তাদের শিবচর থানা থেকে ছেড়ে দেওয়া হয়। তারা হলেন, ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমান, মাস্টারের সাথে থাকা সুখানী সাইফুল ইসলাম, নিচে মেশিন রুমে থাকা ইনল্যান্ড জুনিয়র ইঞ্জিন অফিসার রেজাউল করিম ও তার সহকারী গ্রিজার মো. আজাদ।    

শুক্রবার (২৩ জুলাই) সকালে পদ্মা সেতুর ১৭ নম্বর পিয়ারের পাইল ক্যাপে ধাক্কা দেয়ার ঘটনায় ফেরি শাহজাজালের চালকসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য শিবচর থানায় নেওয়া হয়।

তথ্যসূত্রে জানা যায়, মাস্টার ও সুখানীর অসর্তকতার জন্যই দুর্ঘটনাটি ঘটে এই মর্মে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি।

আরও পড়ুন:

পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত নবীজির নামসমূহ

লকডাউনে বিয়ে: প্রশাসনের উপস্থিতিতে পালাল বরযাত্রী

যারা নাটক বানাচ্ছেন তাদেরকে আরও সচেতন হতে হবে: দিলরুবা ইয়াসমিন রুহি

টি-স্পোর্টসে আজকের খেলা

উল্লেখ্য, শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ১০টায় মুন্সিগঞ্জে রো রো ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে শিমুলিয়া ঘাটে যাচ্ছিল। এতে ফেরির সামনের অংশে বড় ধরনের ছিদ্র হয়েছে।

দুর্ঘটনার সময় ফেরিতে থাকা ৩৩টি যানের একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে।

ফেরির প্রায় দুই হাজার যাত্রীর মধ্যে অনেকেই পড়ে সামান্য আঘাত পেয়েছেন। এদের মধ্যে ২০ জন জখম হয়েছেন। তছনছ হয়ে গেছে ফেরির ভেতরের ক্যান্টিন। তবে ভাগ্যক্রমে বেঁচে যান যাত্রীরা। আঘাতটি পানির লেভেলের নিচে হলে ফেরিটি ডুবে যেতে পারত।

news24bd.tv রিমু