বগুড়ার গাবতলীতে ৩০০ পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

বগুড়ার গাবতলীতে ৩০০ পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

Other

স্বামী মারা যাওয়ার পর সন্তানকে নিয়েই বাঁচার স্বপ্ন দেখেছিলেন। সেই সন্তানও মারা গেছেন। এখন নাতী ও ছেলের বউকে নিয়ে তাছলিমার সংসার। অন্যের বাড়িতে কাজ করেন।

মানুষের সাহায্যে দু’বেলা খাবার জোটে তার। শুধু তছলিমা নয় তার মতো গাবতলীর ৩০০ অসহায় মানুষের হাতে কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা তুলে দিয়েছেন ত্রাণ সামগ্রী।

ত্রাণ হিসেবে ১০ কেজি চাল, তিন কেজি ডাল আর তিন কেজি আটা দেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের এমন সহযোগিতা পেয়ে খুশি এসব মানুষ।

প্রাণভরে দোয়া করলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের জন্য। ‘‘বসুন্ধরা মালিক হামাকেরে খাবার দিচ্চে। আল্লাহ তাকে বাঁচি রাকুক’’।

আজ শুক্রবার (৩০ জুলাই) বগুড়া জেলার গাবতলী উপজেলায় তৃতীয় দিনের মতো খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের বৃহৎ সামাজিক সংগঠন কালের কণ্ঠ শুভসংঘ। গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে নয়টায় স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: রওনক জাহান। এসময় তিনি কালের কন্ঠ শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, তারা করোনায় এই মহামারী সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। শুধুমাত্র যারাই ত্রাণ পাওয়ার যোগ্য তাদের তালিকা করে স্বাস্থ্যবিধি মেনে হাতে হাতে খাদ্যসামগ্রী দিয়েছে। আমাদের উপজেলায় তাদের এই মহৎ কাজের অংশ হতে পারায় আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন ভবিষ্যতেও বসুন্ধরা গ্রুপ যেন এমন কার্যক্রম চলমান রাখতে পারে। আপনাদের পাশে দাঁড়াতে পারে।

আরও পড়ুন


রাজের কাছে যৌন হয়রানির শিকার হয়ে বিস্ফোরক তথ্য দিলেন শার্লিন চোপড়া

পটুয়াখালীতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, নতুন শনাক্ত ১২৩

খুলনায় করোনায় মৃত্যু দুই অঙ্কের নিচে

কুষ্টিয়ায় করোনায় আরো ৮ জনের মৃত্যু


তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে করোনায় আমাদের আশেপাশের অনেক মানুষ মারা যাচ্ছে। আমাদের আত্মীয় স্বজনরা মারা যাচ্ছে। আমাদের নিজেদের জীবন বাঁচাতে সবাইকে সতর্ক হতে হবে। কেউ অযথা চা খাওয়া কিংবা আড্ডা দেওয়ার জন্য বাহিরে যাবেন না। সবাই বাসায় থাকবেন। মাস্ক পরে থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলবেন। আপনাদের কোন কিছু প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বগুড়া জেলার উপদেষ্টা মোস্তফা মাহমুদ শাওন, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, শুভ সংঘের সাবেক সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, সদস্য মশিউর রহমান জুয়েল, উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রনিসহ পৌর কাউন্সিলর শাহজাহান আলী, হযরত আলী হিরণ, সাহিত্যিক ইসলাম রফিক, যুবনেতা মনির ইসলাম পিপুল, কৌশিক আহমেদ, রতন পাইকার, সাগর মিয়া।

news24bd.tv এসএম