৪৮ ঘন্টা অভুক্ত : বৃদ্ধাকে উদ্ধারে হেলিকপ্টার

৪৮ ঘন্টা অভুক্ত : বৃদ্ধাকে উদ্ধারে হেলিকপ্টার

অনলাইন ডেস্ক

হঠাৎ করে বাঁধ ভেঙে চারদিকে বন্যায় গোটা এলাকা প্লাবিত। এরই মাঝখানে একটি বাড়িতে আটকে পড়েন ১০১ বছরের এক বৃদ্ধা। সেই বৃদ্ধাকে অবশেষে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। দুইদিন না খেয়ে ছিলেন জাহ্নবী নামে ওই বৃদ্ধা।

হেলিকপ্টার থেকে নেমেই খাবার চাইলেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর বৃদ্ধার প্রথম কথা ছিলো, বড্ড খিদে পেয়েছে। দু’দিন প্রায় কিছুই খাওয়া হয়নি।

পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলে এ ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে তাকে বাড়ির ছাদ থেকে উদ্ধার করে আরামবাগের ত্রাণশিবিরে নেওয়া হয়। খানাকুলের পূর্ব ঠাকুরানি চকের সামন্তপাড়ায় সেই বাড়ি। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ১০১ বছরের জীবনে এই প্রথম আকাশে ওঠা জাহ্নবীর। প্রথমে ভয়। তার পর বিস্ময়, শিহরণ। কিন্তু সব ছাপিয়ে উঠল পেটের জ্বালা। হেলিকপ্টার চড়ার ঘোর দ্রুতই কেটে গেল দু’দিন প্রায় না খেয়ে থাকা জাহ্নবীর।

গত শনিবার রাতে রূপনারায়ণের বাঁধ ভেঙে পড়ে। এলাকায় পানি ঢুকতে শুরু করে। ধীরে ধীরে বন্যা লেগে যায়। এতে জাহ্নবীর বাড়িটির একতলা ডুবে যায়। বাধ্য হয়েই তিনি সপরিবারে বাড়ি ছাদে গিয়ে আশ্রয় নেয় তারা।

সূত্র: আনন্দবাজার

news24bd.tv/এমিজান্নাত