করোনা: নোয়াখালীতে একদিনে তিনজনের মৃত্যু

করোনা: নোয়াখালীতে একদিনে তিনজনের মৃত্যু

Other

মহমারী করোনা ভাইরাসে নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭০৯টি নমুনা পরীক্ষায় ২২৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ২৯ শতাংশ।

আজ সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৬৮ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখানে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯১ জনে।

তিনি জানান, মৃতদের মধ্যে সদর উপজেলার ৩৪ জন, সুবর্ণচরের পাঁচ জন, হাতিয়ার দুই জন, বেগমগঞ্জের ৬০ জন, সোনাইমুড়ীর ১৫ জন, চাটখিলের ২৩ জন, সেনবাগের ২৫ জন, কোম্পানীগঞ্জের চার জন ও কবিরহাটের ২৩ জন রয়েছে।

আরও পড়ুন:


করতালি দিয়ে মাঠেই টাইগারদের অভিনন্দন জানালো অস্ট্রেলিয়া

মমেক করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

যে দুটি খারাপ অভ্যাস ত্যাগের বিনিময়ে জান্নাত

৪ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে


সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৩৭ জন, সুবর্ণচরের একজন, হাতিয়ার তিন জন, বেগমগঞ্জের ৫৩ জন, সোনাইমুড়ীর ৪৭ জন, চাটখিলের ৩৩ জন, সেনবাগের ৩৯ জন ও কবিরহাটের ১৬ জন রয়েছেন। জেলায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৩২০ জন।

news24bd.tv নাজিম