বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

Other

বগুড়া জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে ৫ জন সহ ৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার সরকারি দুই হাসপাতাল ও বাড়িতে এদের মৃত্যু হয়। চার জন হলেন- শেরপুরের রেহানা(৪৫) শাজাহানপুরের মঞ্জুফা(৪৫), সদরের রুপ কুমার সাহা(৫২) এবং সারিয়াকান্দির তুলি(৫৫)।  
 
এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

শনাক্তের হার ১৭ দশমিক ৫৫ শতাংশ। একই সময়ে ১৫৮ জন করোনা থেকে সুস্থতা লাভ করেছেন।
  
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন বৃহস্পতিবার সকালে অনলাইনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
 
তিনি জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৫৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৮২ নমুনায় ৪০ জন করোনা পজিটিভ হয়েছেন। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ৭ নমুনায় ৬ জনের এবং অ্যান্টিজেন পরীক্ষায় ২৭৪ নমুনায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৫ নমুনায় ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন ১০৫ জনের মধ্যে সদরের ৫৯, শাজাহানপুরে ৯, শিবগঞ্জে ৭, সোনাতলা ৭, সোনাতলা ৬, নন্দীগ্রামে ৫, সারিয়াকান্দি ৪, আদমদীঘিতে ৩, দুপচাঁচিয়ায় ৩, ধুনটে ও গাবতলীতে একজন করে।

আরও পড়ুন


সিনেমায় আসার আগে রাজ-পরীমণি একসঙ্গে থাকতেন

৫ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে

টি-স্পোর্টসে আজকের খেলা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগে অস্বীকৃতি

ডা. তুহীন আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ৩৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৯৯জন এবং ১ হাজার ৩০৯ জন চিকিৎসাধীন।

news24bd.tv রিমু 

এই রকম আরও টপিক