বরিশাল থেকে অপহরণ হওয়া কিশোরী ৩৮ দিন পর গাজীপুর থেকে উদ্ধার

বরিশাল থেকে অপহরণ হওয়া কিশোরী ৩৮ দিন পর গাজীপুর থেকে উদ্ধার

Other

বরিশালের উজিরপুর থেকে অপহরণের ৩৮ দিন পর গাজীপুর থেকে এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত মিজান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  

সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান জানান, গত ২৮ জুন উজিরপুর উপজেলার বাসিন্দা নজরুল ইসলাম হাওলাদার স্থানীয় থানায় তার মেয়ে (১৬) অপহরণের মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয় একই এলাকার বাসিন্দা ময়না বেগম ও লিপি বেগমসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন পাঁচারের উদ্দেশ্যে ওই তরুণীকে অপহরণ করে। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার রাত ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর থানার কেওয়া গ্রামের মিজানের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ। একই দিন রাত সাড়ে ১২টায় অপহরণে জড়িত থাকার অভিযোগে মিজানকেও গ্রেফতার করে পুলিশ।  

জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে গ্রেফতার মিজানকে উজিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে উদ্ধারকৃত কিশোরীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

news24bd.tv এসএম

আরও পড়ুন


লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী

কুষ্টিয়ায় মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩

মোটাতাজাদের বাদ দিয়ে শুকনাদের কমিটিতে আনুন: মির্জা আজম (ভিডিও)

পরীমণি ও রাজসহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়েছে র‍্যাব


 

এই রকম আরও টপিক