সৈকত দূষণের বড় উৎস কোকা-কোলা

সৈকত দূষণের বড় উৎস কোকা-কোলা

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের সৈকতগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার গায়ে সবচেয়ে বেশি দেখা যায় কোকা-কোলার নাম। শুধু তা-ই নয়, দেশটির উপকূলজুড়ে দূষণকারী ব্র্যান্ডেড প্যাকেজিং বর্জ্যের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ (৬৫ শতাংশ) আসে মাত্র ১২টি প্রতিষ্ঠান থেকে। সম্প্রতি সমুদ্ররক্ষা বিষয়ক দাতব্য সংগঠন সার্ফার্স এগেইনস্ট স্যুয়েজের (এসএএস) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম এর প্রতিবেদন অনুসারে, সম্প্রতি যুক্তরাজ্যের ১১ হাজার ১৩৯ মাইল দীর্ঘ সৈকতজুড়ে দেশটির বৃহত্তম সমন্বিত পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন ৩ হাজার ৯১৩ জন স্বেচ্ছাসেবক।

ওই কর্মসূচি থেকে ৯ হাজার ৯৯৮টি ব্র্যান্ডের প্যাকেজিং বর্জ্য পাওয়া যায়, যেগুলো তৈরি করেছে ৩২৮টি প্রতিষ্ঠান।

যুক্তরাজ্যের সৈকত দূষণে অভিযুক্ত এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কোকা-কোলা, পেপসিকো, এবি ইনবেভ, ম্যাকডোনাল্ডস, মন্ডেলেজ ইন্টারন্যাশনাল, হেইনেকিন, টেসকো, কার্লসবার্গ গ্রুপ, সান্টোরি, হারিবো, মার্স, অ্যাল্ডি প্রভৃতি।

এসএএসের প্রধান নির্বাহী হুগো ট্যাঘম বলেন, আমাদের বাৎসরিক ব্র্যান্ড অডিট আরও একবার প্রকাশ করল, প্লাস্টিক ও প্যাকেজিং দূষণের বিস্ময়কর পরিমাণ আসছে সরাসরি বেশ কিছু বড় প্রতিষ্ঠান এবং তাদের বিখ্যাত ব্র্যান্ডগুলো থেকে। সরকারকে এই প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে এবং সমুদ্রে প্লাস্টিক ও প্যাকেজিং দূষণ বন্ধ করতে ‘অল-ইন’ ডিপোজিট স্কিমের মতো আইন জরুরি ভিত্তিতে প্রবর্তন করতে হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান


আরও পড়ুন

টিকা আসবে আরও এক কোটি : স্বাস্থ্যমন্ত্রী

পুলিশ সদরদপ্তর থেকে ৭১ কর্মকর্তাকে বদলি

টিকা ব্যবস্থাপনা নিয়ে নৈরাজ্য চলছে: মির্জা ফখরুল

৩ দিনের জন্য ২ কোটি নিয়েছিলেন পামেলা অ্যান্ডারসন


news24bd.tv/এমি-জান্নাত