মেসি আসাতে বিরক্ত এমবাপে, হাজার কোটি টাকার প্রস্তাব লিভারপুলের

মেসি আসাতে বিরক্ত এমবাপে, হাজার কোটি টাকার প্রস্তাব লিভারপুলের

অনলাইন ডেস্ক

লিওনেল মেসি পিএসজিতে যোগ দেয়ার পর বেশি করে আলোচিত হচ্ছে কিলিয়ান এমবাপের পিএসজি ছেড়ে যাবার কথা। কারণ হিসাবে বলা হচ্ছে এমনকি এমবাপেও মনে করছেন, মেসি আসার কারণে তিনি ছায়ায় পড়ে যাবেন। নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারবেন না।  

ইতালিয়ান পত্রিকা লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্ট বলছে, লিওনেল মেসির আগমণে খুব বিরক্তি বোধ করছেন এমবাপে।

কারণ, তিনি এখন আর পিএসজির মূল খেলোয়াড় নন। তিনি অন্য কোনো ক্লাবে যেতে চান, যেখানে তিনি হবেন মেইন ম্যান।

এ কারণে পিএসজির সঙ্গে নতুন চুক্তিতেও জড়াচ্ছেন না আর। যদিও পিএসজি তাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়ে রেখেছে।

 

কিন্তু ২০২২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও নতুন করে সেই চুক্তিকে নবায়ন করছেন না এমবাপে। এ ফাঁকে রিয়াল মাদ্রিদের নজর রয়েছে তার ওপর। এমবাপেও চান রিয়ালে গিয়ে যোগ দিতে।


যতক্ষণ না পুলিশ আসবে, মিডিয়া আসবে লাইভ চলবে: পরীমনি

আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

একসঙ্গে দুই ছেলে ও দুই মেয়ের জন্ম


 

নতুন খবর হলো, এমবাপেকে কিনতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলও। শুধু কিনতে চাই বলে বসেও রয়নি তারা। ক্লাবটির ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ ১২০ মিলিয়ন ইউরোর (প্রায় ১২০০ কোটি টাকা) প্রস্তাব দিয়েছেন এমবাপেকে কেনার জন্য।

রিয়াল মাদ্রিদও কিন্তু একই প্রস্তাব দিয়ে রেখেছে এমবাপের জন্য।  

news24bd.tv/আলী