ঝিনাইদহে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪

ঝিনাইদহে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪

Other

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৪ জন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ নিয়ে ৩ জন মারা গেছে।

এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মৃত্যুর সংখ্যা ২৪৪ জনে দাঁড়ালো। এদের মধ্যে বেশি মৃত্যু হয়েছে সদরে ১৯৪, শৈলকুপায় ১৮, হরিণাকুন্ডুতে ৮, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৭ ও মহেশপুরে ৭ জন।

আরও পড়ুন


এবার গ্রাহকের ২০০ কোটি টাকা নিয়ে উধাও ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’

ঢাকার কেরানীগঞ্জে ‌র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

আলোচনার জন্য চীনের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি তেহরানে

নারীদের কর্মস্থলে ফেরার আহ্বান তালেবানের


মঙ্গলবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ১৬১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। ফলাফলে ৩৪ জনের পজেটিভ এসেছে।

আক্রান্তের হার ২১ দশমিক ১১ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬’শ ২৩ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনার সাথে লড়াই নতুন সুস্থ হয়েছে ৭ জনসহ জেলায় মোট সুস্থ ৫৭৮৯জন।

ঝিনাইদহ সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার শামীম আরা জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ৪৪ ও আইসোলেশনে ৬ রয়েছে। এদের মধ্যে সদরে করোনা পজেটিভ ৩৮ জন।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক