হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪১৯, আহত ৬ হাজার

হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪১৯, আহত ৬ হাজার

অনলাইন ডেস্ক

হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৬ হাজার মানুষ, এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অসংখ্য মানুষ। খবর এপি নিউজের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে হাইতির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়।

ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হাইতির সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি দেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করছেন তিনি।

আরও পড়ুন:

তালেবান: সকলকে নিয়ে ইসলামি সরকার গঠন করা হবে

১৭ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে

কবি শামসুর রাহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত সদস্য গ্রেপ্তার


উল্লেখ্য, এর আগে ২০১০ সালের ভূমিকম্পে দেশটিতে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়।

এতে দেশটি যে অবকাঠামো ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে তা এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি।

news24bd.tv/ নকিব