অপেক্ষায় আছি আমাকে কখন খুন করবে: কনিষ্ঠতম আফগান নারী মেয়র

অপেক্ষায় আছি আমাকে কখন খুন করবে: কনিষ্ঠতম আফগান নারী মেয়র

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের কনিষ্ঠতম ও প্রথম নারী মেয়র ২৭ বছর বয়সী জারিফা। তালেবানের হাতে কাবুল পতনের পর থেকেই আতঙ্কে আছেন এই তরুণী মেয়র। গণমাধ্যমকে জারিফা জানান, এখন কবে আমাকে খুন করবে তালেবান জঙ্গিরা, সেই অপেক্ষাতেই রয়েছি!

এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জারিফা এসব কথা বলেন।

প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারের কর্মী ছিলেন এই ২৭ বছর বয়সি এ নারী মেয়র।

গনি দেশ ছেড়েছেন আগেই। কিন্তু অসহায় করুণ অবস্থার মধ্যে পড়ে গেছেন সরকারি কর্মীরা।

এদের মধ্যে কেউ কেউ পালাতে সক্ষম হয়েছেন। কিন্তু মেয়র জারিফার মতো অনেকেই না পালিয়ে দেশেই রয়ে গেছেন বা পালানোর সৌভাগ্য হয়নি।

তবে যারা পালাতে পারেননি। তারাই রয়েছেন এখন মহাবিপদে।

এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জারিফা বলছিলেন - গনি সরকারের অনেক শীর্ষ স্তরের কর্মকর্তাই পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন। কিন্তু আমার তো যাওয়ার জায়গা নেই। তাই এখানে বসেই অপেক্ষা করছি। তালেবান জঙ্গিরা কখন আসবেন - আমাকে খুন করবেন!

আরও পড়ুন:


কনডেম সেলে কেমন আছেন সেই মিন্নি?

আফগান সংকট নিয়ে ইমরান খানকে বরিস জনসন ও মেরকেলের ফোন

কুষ্টিয়ায় করোনার ভয়াবহতা কমেছে

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে ৮ জনের মৃত্যু


জারিফা আরও বলেন, আমাদের সাহায্য করার কেউ নেই। পরিবারের সঙ্গে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। তালেবান জঙ্গিরা আমার মতো মানুষকে খুঁজতে খুঁজতে ঠিক এখানে হাজির হবে।

২০১৮ সালে আফগানের ময়দান ওয়ার্ডাক প্রদেশের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জারিফা। তিনি বলেন, সব কিছুই ঠিকঠাক চলছিল। মুহূর্তে যেন সব ওলটপালট হয়ে গেল।

news24bd.tv এসএম

সম্পর্কিত খবর