সুয়েজ খাল দিয়ে চলাচল শুরু সেই দৈত্যাকার এভারগ্রিনের

সুয়েজ খাল দিয়ে চলাচল শুরু সেই দৈত্যাকার এভারগ্রিনের

অনলাইন ডেস্ক

ঝড়ের কবলে পড়ে গত মার্চ মাসে সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে যায় বিশালাকারের কনটেইনারবাহী জাহাজ এভারগ্রিন। এই ঘটনায় বেশ কয়েকদিন বন্ধ থাকে বিশ্ব বাণিজ্যের এই পথ। ফলে থমকে যায় বিশ্ব বাণিজ্য কার্যক্রম।

তবে দীর্ঘ তিন মাস পর আবারও এই পথে চলাচল শুরু করেছে  বিশ্বের অন্যতম বৃহত্তম কনটেইনারবাহী জাহাজটি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।

সুয়েজ খাল কর্তৃপক্ষ (এসসিএ) জানায়, ভূমধ্যসাগর থেকে লোলিত সাগরের দিকে গেছে এভারগ্রিন। ইউরোপে কার্গো খালাস করে জাহাজটি এশিয়ার পথ ধরে।

এভারগ্রিন সুয়েজ খালে আটকে গেলে ছয় দিন বাণিজ্য ব্যাহত হয়।

এ সময় উদ্ধার অভিযানে এক ব্যক্তি মারাও যান। পরে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে ঈসমাইলিয়া শহরের নিকটবর্তী জলপথ থেকে নোঙর তোলে এভারগ্রিন।

এসসিএ একসারি টুইটে জানায়, ১৯৩ কিলোমিটার দৈর্ঘ্যের খালে এভারগ্রিনকে পথ নির্দেশ করে দুটি টাগ বোট ও এসসিএ’র একজন সিনিয়র গাইড।

আরও পড়ুন


অনেক জল্পনা-কল্পনার পর শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তিতে ১৮ ক্রিকেটার

ইংরেজি হরফে বাংলা: বলতে চায় একটা অর্থ হয় আরেকটা

এবার পরীমণির জীবনী নিয়ে নির্মিত হবে সিনেমা!

নায়ক রাজ রাজ্জাককে হারানোর ৪ বছর আজ


উত্তর থেকে দক্ষিণে শুক্রবার সুয়েজ খাল অতিক্রম করা ২৬টি জাহাজের একটি ছিল এভারগ্রিন। অন্যদিক থেকে এসেছে ৩৬টি জাহাজ। ৪০০ মিটার দৈর্ঘ্যের এভারগ্রিন রটেরডাম, ফেলিক্সটো ও হামবুর্গে ১৮ হাজার ৩০০ কনটেইনার নামিয়ে দিয়ে এসেছে। বর্তমানে রয়েছে চীনের পথে।

উদ্ধার ও ক্ষতিপূরণ বাবদ ৫৫ কোটি ডলার চেয়েছিল সুয়েজ খাল কর্তৃপক্ষ। তবে এভারগ্রিন কত টাকায় ছাড়া পায় সে তথ্য জানা যায়নি এখনো।

news24bd.tv এসএম