অপরাজিত রানার আপ হয়ে আসর শেষ বসুন্ধরার(ভিডিও)

Other

এএফসি কাপের গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতের এটিকে মোহনবাগানের সঙ্গে ১-১- গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস। ফলে, ডি গ্রুপের অপরাজিত রানার আপ হয়ে আসর শেষ করল অস্কার ব্রুজনের শিষ্যরা।

মালদ্বীপের মালেতে এফএফসি কাপের ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতের শক্তিশালী ক্লাব এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিলো বসুন্ধরা কিংস।

ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য বিস্তার করতে থাকে বসুন্ধরা কিংস।

তাদের আক্রমণ সামলাতে ব্যস্ত থাকেন মোহনবাগানের ডিফেন্ডাররা।

কিংস সমর্থকরা আনন্দের উপলক্ষ্য পায় ম্যাচের ২৮ মিনিটেই। ডি বক্সের ভেতর থেকে জোড়ালো শটে জালে বল জড়িয়ে বসুন্ধরা কিংসকে লিড এনে দেন ব্রাজিলিয়া ফরোয়ার্ড জোনাথন ফার্নানদেজ।

তবে, প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে বিকর্তিক লাল দেখে মাঠ ছাড়েন সুশান্ত ত্রিপুরা।

ফলে, ১০ জনের দলে পরিণত হয় কিংস।

দ্বিতীয়ার্ধে একজন কম নিয়েও লড়াইটা ভালোই চালিয়ে যায় ব্রুজনের শিষ্যরা। আক্রমণের ধারা বাড়ায় মোহনবাগান। এরই ধারাবাহিকতায় ৬২ মিনিটে সমতায় ফেরে ভারতের জায়ান্টরা। ফাকা জালে বল জড়ান উইলিয়ামস।

ম্যাচের বাকি সময় আক্রমণের গতি বাড়ায় কিংস। ৮৪ মিনিটে রবসন রবিনিওর শট সাইড বারে লেগে ফিরলে গোল বঞ্চিত হয় তারা। শেষ পর্যন্ত ১-১ গোলেরে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

ফলে, ডি গ্রুপের রানারআপ হয়েই এএফসিকাপের মিশন শেষ করল বসুন্ধরা কিংস।  

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর