ওমানের মুদ্রা নিয়ে অভিনব পন্থায় প্রতারণা

ওমানের মুদ্রা নিয়ে অভিনব পন্থায় প্রতারণা

অনলাইন ডেস্ক

ওমানের মুদ্রা নিয়ে অভিনব পন্থায় প্রতারণার দায়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই। রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পিবিআই বলছে, চক্রটি ২টি দলে বিভক্ত। একটি দল ব্যাংকের সামনে ওৎ পেতে থেকে যারা ব্যাংক থেকে টাকা উঠায় তাদের টার্গেট করে।

আরেকটি দল লোভ দেখিয়ে ওমানি মুদ্রার ভূয়া মূল্য দেখিয়ে টাকা হাতিয়ে নেয়।  

চক্রটি ২ বছর ধরে এই প্রতারণা করে আসছে বলে জানিয়েছে পিবিআই। মাসে অন্তত এক কোটি টাকা করে তারা প্রতারণা করতো বলে প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে বলে জানিয়েছে সংস্থাটি।  

আরও পড়ুন:

নিজেকে দলে রেখে সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজালেন সাকিব

চুল কেটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিলেন তরুণী

'আমি গরীব ঘরের সন্তান, আমাকে নিয়ে আর খেলবেন না', শ্যামলের অনুরোধ

রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই হারলো জুভেন্টাস


গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহার করা সিএনজি, এবিং বিদেশি মূদ্রা জব্দ করা হয়েছে।

চক্রে আরও সদস্য রয়েছে জানিয়ে পিবিআই বলছে, তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।  

news24bd.tv/ নকিব