করোনার আরেক ভয়ঙ্কর ধরন শনাক্ত!

করোনার আরেক ভয়ঙ্কর ধরন শনাক্ত!

অনলাইন ডেস্ক

দক্ষিন আফ্রিকায় শনাক্ত হয়েছে করোনাভাইরাসের আরও একটি শক্তিশালী নতুন ধরন। সি-ওয়ান-টু নামের ধরনটি আগের প্রায় সব ধরনের চেয়ে বেশি সংক্রামক এবং প্রাণঘাতী বলে জানিয়েছেন গবেষকরা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, করোনার নতুন এই ধরন সি-ওয়ান-টু মোকাবিলায় যেকোনো ধরনের টিকা অকার্যকর বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুটি গবেষণা সংস্থা।

গবেষকরা জানিয়েছেন, টিকা নেয়া থাকলেও তার কার্যকারিতা নষ্ট করে দেয়ার ক্ষমতা রাখে করোনার সি-ওয়ান-টু ধরন।

মে মাসে প্রথম এই ধরন ধরা পরে সাউথ আফ্রিকায়। এরপর একে একে চীন, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডেও পাওয়া যায় এ ধরন।

করোনার এই নতুন ধরনে খুব দ্রুত মিউটেশন হয় বলে এর সংক্রমণের মাত্রাও বেশি।

সিএনএনের বরাত দিয়ে, দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইন্সটিটিউট ফর কমিউনিকেবল ডিজিজের ভাইরোলজিস্ট পেনি মুর জানিয়েছেন, তারা নতুন এই ভ্যারিয়েন্টের উপর নজর রাখছেন।

বর্তমানে এই ভ্যারিয়েন্ট নিষ্ক্রিয় করতে দক্ষিণ আফ্রিকায় সার্স-কোভ-২ সংক্রমণ পরবর্তী বা ভ্যাকসিনেশন থেকে প্রাপ্ত অ্যান্টিবডির প্রভাব মূল্যায়ন করাহহচ্ছে। অনলাইনে প্রি-প্রিন্টে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানান গবেষকরা।


আরও পড়ুন

আফগানিস্তান থেকে দেশে ফিরছেন বাংলাদেশি নাগরিকরা

লন্ডনে তালেবানবিরোধী বিক্ষোভ চলছেই

চাকরির সুযোগ দিচ্ছে মেট্রোরেল, আবেদন করবেন যেভাবে

অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি


news24bd.tv/এমি-জান্নাত