রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে দ্বিগুণ

রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে দ্বিগুণ

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে মৃত্যু বেড়েছে দ্বিগুণ। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল থেকে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল এ সংখ্যা ছিলো পাঁচ।

নতুন মারা যাওয়াদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ, করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় ২ জন এবং করোনার উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে।

 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নাটোরের ২ জন ও নওগাঁর ১ জন। এদের ৪ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ৬১ ঊর্ধ্ব ৪ জন, ৫১ ঊর্ধ্ব ২ জন, ৪১ ঊর্ধ্ব ২ জন, ৩১ ঊর্ধ্ব ১ জন ও ১১ ঊর্ধ্ব ১ জন রয়েছেন।

আরও পড়ুন:


কারাগার থেকে মুক্তি পেলেন পরীমনি

পাকিস্তানে মার্কিন সেনাদের উপস্থিতি দীর্ঘস্থায়ী হবে না

বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ

তাওবার নামাজ পড়ার নিয়ম


রামেক হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ জন। বুধবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৪৫ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

news24bd.tv নাজিম