বিশ্বজুড়ে কমেছে করোনায় মৃতের সংখ্যা

বিশ্বজুড়ে কমেছে করোনায় মৃতের সংখ্যা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৭৮৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ৮১৫ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে শনিবার সকালে এই তথ্য জানা যায়।

এর আগে, গত বৃহস্পতিবার নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬ লাখ ৮৬ হাজার ৩৮২ এবং মৃতের সংখ্যা ছিল ১০ হাজার ৮০৬।

অর্থাৎ, বৃহস্পতিবার থেকে শুক্রবার– ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে ২৪ হাজার ৫৯৬ এবং মৃতের সংখ্যা কমেছে ৯৯১ জন।

শুক্রবারও করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই দিন দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৫৯৩ জন এবং মারা গেছেন মোট ১ হাজার ৫১২ জন।

আরও পড়ুন:

পরীমণির সঙ্গে নিজেকে মিলিয়ে যা বললেন তসলিমা নাসরিন

২৭ মামলায় গ্রেপ্তার মামুনুল এখন খুলনা কারাগারে

অন্তর্বাসের মধ্যে লুকানো ছিল অর্ধকোটি টাকার গলানো সোনা!

এবার পাশ্চাত্যের মানবিকতা নিয়ে কঠোর সমালোচনা পুতিনের


এছাড়া ভারতে নতুন আক্রান্ত ৪২ হাজার ৩৪৬ ও মৃত্যু ৩৪০, যুক্তরাজ্যে নতুন আক্রান্ত ৪২ হাজার ৭০ ও মৃত্যু ১২১ এবং ইরানে নতুন আক্রান্ত ২৭ হাজার ৬২১ ও মৃত্যু ৫৬১।

news24bd.tv/ নকিব