বিমানবন্দরেই হবে বিদেশগামীদের করোনা টেস্ট

ফাইল ছবি

বিমানবন্দরেই হবে বিদেশগামীদের করোনা টেস্ট

অনলাইন ডেস্ক

এখন থেকে বিমানবন্দরেই বিদেশগামীদের করোনা টেস্ট করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন বলে সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, বিদেশগামীদের বিমানবন্দরে কোভিড টেস্টের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই টেস্টের ফলাফল ৪-৬ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মোসলেম উদ্দিন আহমেদ করোনা টেস্ট নিয়ে বিদেশগামীদের ভোগান্তি তুলে ধরেন।  

তিনি বলেন, করোনার রিপোর্ট পাওয়ার ছয় ঘণ্টা পরে বিমানযোগে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হয় না। ফলে, অনেক বিদেশগামী কর্মীকে হয়রানির শিকার হতে হচ্ছে।

আরও পড়ুন:

৭ মিনিটেই স্থগিত! পূর্ণ তিন পয়েন্ট পেতে চলেছে আর্জেন্টিনা

মাসুদের প্রস্তাব ফিরিয়ে দিলো তালেবান

গর্ভবতী নারী পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তালেবানের বিরুদ্ধে

দেশের অর্ধেক ইন্টারনেট টিকটক, লাইকি আর পর্নোগ্রাফিতেই শেষ!


তিনি আরও বলেন, বিদেশ যেতে হলে করোনা পরীক্ষার নেগেটিভ থাকতে হয়।

অনেক সময় করোনা পরীক্ষায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বিষয়টি বিবেচনা করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের আহ্বান করেন সরকার দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ।

news24bd.tv/ নকিব