লন্ডন ওন্টারিওতে যা ঘটেছে তা কোনোভাবেই কানাডীয়ান আচরণ নয়

লন্ডন ওন্টারিওতে যা ঘটেছে তা কোনোভাবেই কানাডীয়ান আচরণ নয়

Other

জাস্টিন ট্রুডোর নির্বাচনী সভায় আবারো বিক্ষোভের ঘটনা ঘটলো। এবার কেবল বিক্ষোভের মধ্যেই সীমিত থাকেনি, লন্ডন ওন্টারিওতে একদল উচ্ছৃঙ্খল বিক্ষোভকারী প্রধানমন্ত্রী এবং লিবারেল নেতা জাস্টিন ট্রুডোকে ঘিরে ধরে এবং তার উপর ইটপাটকেল, ময়লা নিক্ষেপ করে।

আরসিএমপির নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে বৃত্ত তৈরি করে পার্টির ক্যাম্পেইন বাসে তুলে দেয়। জাস্টিন টুডো আহত হন নি, তবে তার গায়ে ঢিল পরেছে বলে তিনি রিপোর্টারদের জানিয়েছেন।

কোভিড নিয়ন্ত্রণে নেয়া স্বাস্থ্য বিধি এবং ভ্যাকসিন পাসপোর্টের বিরোধীতার নামে নির্বাচনী সভায় হামলা এবং অরাজকতা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো এখনি বন্ধ হওয়া দরকার।

আরও পড়ুন:


আফগানিস্তানে কেয়ারটেকার সরকার গঠন করতে যাচ্ছে তালেবান

চলছে একনেক বৈঠক, অনুমোদন হতে পারে ৮ প্রকল্প

মাদক সিন্ডিকেটের হাতে পৌঁছে যাচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র

একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি: পরীমণি


আমরা এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণের তীব্র প্রতিবাদ জানাই। কানাডাকে আমরা কানাডার মতোই দেখতে চাই।

লন্ডন অন্টারিওতে যা ঘটেছে তা কোনোভাবেই কানাডীয়ান আচরণ নয়।

লেখক- শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ, কানাডা।

(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv রিমু 

এই রকম আরও টপিক