গ্রেপ্তার জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা, রিমান্ডে চায় পুলিশ

গ্রেপ্তার জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা, রিমান্ডে চায় পুলিশ

অনলাইন ডেস্ক

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ ভাটারা থানায় এই মামলাটি দায়ের হয়।  

ভাটারা থানার ওসি সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমরা তাদের ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠাবো।

মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিরা হচ্ছেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, আব্দুর রব, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত এবং জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আবুল কালাম।

আরও পড়ুন:


করোনায় আক্রান্ত জাপা মহাসচিব, হাসপাতালে ভর্তি

৭ বছর কারাদণ্ড হতে পারে নুসরাতের

দুদকের তৃতীয় দিনের রিমান্ডে পিকে হালদারের সহযোগী নাহিদা-শুভ্রা


উল্লেখ্য, সোমবার রাতে রাজধানীর একটি এলাকায় গোপ বৈঠকের সময় জামায়াতের ৯ নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতে গুলশান বিভাগের উপ-কমিশনার আসাদুজ্জামান তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতরা বৈঠকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন।

news24bd.tv নাজিম