ওয়েল ফুডকে জরিমানা

ওয়েল ফুডকে জরিমানা

অনলাইন ডেস্ক

ওয়েল ফুড ব্রান্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিবন্ধন সনদ ছাড়া খাদ্যপণ্য মোড়কজাতকরণ ও বিক্রি করায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ওয়ারী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। এ সময় পরিদর্শক হিসেবে অংশগ্রহণ করেন মো. ইনজামামুল হক।

আরও পড়ুন

খুলে দেয়া হয়েছে সুন্দরবন

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

ভারতে রহস্যময় রোগে মারা যাচ্ছে শিশুরা


 

বিএসটিআই জানায়, ওয়েল ফুড ব্রান্ডের স্পেশাল চানাচুর, সুগার ফ্রি টোস্ট, বাটার টোস্ট, বার্গার বান ও ব্রেড পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ভ্রাম্যমাণ আদালত ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

news24bd.tv/আলী

এই রকম আরও টপিক