৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের কাযনির্বাহী কমিটির বৈঠক

Other

বৈঠকে বসতে যাচ্ছে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও আগামী বছর জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সাংগঠনিক সফর ও সম্মেলন নিয়ে আগামী ৯ সেপ্টেম্বর গণভবনে অনুষ্ঠিত হবে কাযনির্বাহী কমিটির বৈঠক। এদিকে আগাম সম্মেলন নিয়ে কোন সিদ্ধান্ত না হলেও রাজনীতির বাজারে বেশ গুঞ্জন রয়েছে বলে জানান দলের কেন্দ্রীয় নেতারা।  

দুই মাস পর পর আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও মাহামারীর করোনার কারণে গেল ৩ অক্টোবরের পর আর অনুষ্ঠিত হয়নি দলের কাযনির্বাহী কমিটির সভা।

ফলে সাংগঠনিকভাবে অনেকটাই স্থবির  হয়ে পড়ে দলীয় কর্মকাণ্ড ।

প্রায় বছর খানেক পর বৃহস্পতিবার গনভবনেই বসতে যাচ্ছে ওয়ার্কিং কমিটির বৈঠক । সাংগঠনিক কর্মকান্ড, বিশেষ করে জেলা-উপজেলায় কোন্দল নিরসন সহ জেলা উপজেলার সম্মেলন নিয়ে জোর বার্তা দিবেন দলীয় প্রধান ।

এদিকে ওয়ার্কিং কমিটির বৈঠক শেষেই আটটি সাংগঠনিক টিম সারাদেশ সফরে যাবে ।

ওয়ার্কিং কমিটি থেকে পাওয়া নির্দেশনা তৃণমূলের কাছে পৌছে দিবেন নেতারা।

আরও পড়ুন:


আফগানিস্তানে কেয়ারটেকার সরকার গঠন করতে যাচ্ছে তালেবান

চলছে একনেক বৈঠক, অনুমোদন হতে পারে ৮ প্রকল্প

মাদক সিন্ডিকেটের হাতে পৌঁছে যাচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র

একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি: পরীমণি


২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। আট বিভাগে আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৪৩টি এখনো মেয়াদোত্তীর্ণ কমিটি রয়েছে।   কেন্দ্রীয় সম্মেলনের আগে মাত্র ২৯টি জেলায় সম্মেলন করতে সক্ষম হন দায়িত্বপ্রাপ্ত নেতারা ।

news24bd.tv/আলী