বাগেরহাটে জনপ্রিয় হচ্ছে সৌদি আরবের খেজুর চাষ

Other

বাগেরহাটের রামপাল উপজেলার সন্ন্যাসী গ্রামে সৌদি আরবের খেজুর চাষ করেছেন অ্যাডভোকেট দিহিদার জাকির হোসেন। মাছের খামারের বেড়িবাঁধে তিনি রোপন করেছেন আড়াই হাজার খেজুর গাছ। মাত্র দুই বছরেই ফল পেয়েছেন অর্ধশত গাছ থেকে।  

সমুদ্র উপকলীয় জেলা বাগেরহাটের রামপাল উপজেলার জলাভূমির মাটি বেশ লবণাক্ত।

এখানে ফসল ভালো হয় না। এজন্য রাস্তার পাশে দেশী খেজুর গাছে ফলন দেখে সৌদির খেজুর চাষের কথা মাথায় আসে অ্যাডভোকেট জাকির হোসেনের। ২০১৯ সালে বেড়িবাঁধের জমিতে সৌদি খেজুরের চারা রোপন করেন তিনি। নাম দেন রামপাল সৌদি খেজুর বাগান।

বর্তমানে ৫০টি খেজুর গাছের ফল কাটা শুরু করেছেন। আগামী এক বছরের মধ্যে আরো অন্তত ২০০ গাছে ফল দিবে। বর্তমানে এই বাগানে আজোয়া, মরিয়ম, সুকারি, আম্বার ও বারহী জাতের ২৫০০ খেজুর গাছ রয়েছে।

এ উদ্যোগে আরো উৎসাহ দিতে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় কৃষি অধিদপ্তর। লবনাক্ত জমিতে সৌদি খেজুর ফলিয়ে কৃষি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন জাকির হোসেন।

আরও পড়ুন:


তিন বারের সাবেক চেয়ারম্যান, অর্থকষ্টে ‘আত্মহত্যার চেষ্টা’

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পুলিশের স্ত্রী আটক

দুই সাংবাদিককে অর্ধ-উলঙ্গ করে পিটিয়েছে তালেবান

স্কুল খুলার পর ব্যাপক হারে করোনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রে


NEWS24.TV / কেআই