বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে খণ্ডিত ইতিহাস প্রচার হচ্ছে: ইনু

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে খণ্ডিত ইতিহাস প্রচার হচ্ছে: ইনু

অনলাইন ডেস্ক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে খণ্ডিত ইতিহাস প্রচার হচ্ছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিষয়ে মুক্তিযোদ্ধারা সাক্ষী আছেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরের যে ঘটনা ঘটেছে তারও অনেক সাক্ষী রয়েছেন।  

আজ দুপুরে বাগেরহাট সার্কিট হাউসে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী, পৃষ্ঠপোষক, সমর্থনকারী সব কিছু সম্পর্কে জাতিকে প্রকৃত একটা সামগ্রিক ধারণা দিতে হলে জাতীয় তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ করা দরকার।

সেই তদন্ত কমিশন ও শ্বেতপত্র জাতিকে সকল বিভ্রান্তি থেকে মুক্তি দেবে এবং খণ্ডিত  ইতিহাস চর্চার যে সংকট সেই সংকট থেকেও আমাদের বাঁচাবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর যখন সামরিক শাসকরা দেশ দখল করে নিল, তখন সামরিক শাসকরা বাংলাদেশকে সাম্প্রদায়িকতার পথে, জঙ্গিবাদের পথে, দ্বিজাতিতত্ত্বের পথে এবং পাকিস্তানের পথে ঠেলে দিল। তখন আওয়ামী লীগ ও জাসদ সব কিছু বিবেচনা করে ঐক্যবদ্ধ হয়ে আজকের এ স্থানে পৌঁছেছে।

অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সহ-সভাপতি নকিব সিরাজ হক, সাংবাদিক আহসানুল করিম, মাসুদুল হক, ইসরাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

news24bd.tv নাজিম