নিকলী হাওরে বাধ্যতামূলক হল লাইফ জ্যাকেট

নিকলী হাওরে বাধ্যতামূলক হল লাইফ জ্যাকেট

অনলাইন ডেস্ক

নিকলী হাওরে পর্যটকবাহী সব নৌযানে লাইফ জ্যাকেট বা পানিতে জীবন রক্ষাকারী উপকরণ রাখা বাধ্যতামূলক করেছে কিশোরগঞ্জের উপজেলা প্রশাসন। গণবিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করে।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিক জামান স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিকলী উপজেলার সব নৌযান মালিক, চালক ও মালিক সমিতির অবগতির জন্য জানানো যাচ্ছে যে,পর্যটকদের যাত্রা নিরাপদের নিমিত্ত প্রত্যেকটি নৌকায় আবশ্যিকভাবে লাইফ জ্যাকেট বা পানিতে জীবন রক্ষাকারী উপকরণ রাখা ও ব্যবহার নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট সব নৌযান মালিক, চালক ও নৌযান সমিতিকে এ নির্দেশনা যথাযথ পালনের অনুরোধ করা হলো।

অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ’ 

আরও পড়ুন:

ডায়োজিনিস দ্য সিনিক হতে পারেন আমাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত!

অতিরিক্ত অর্থ দাবি করায় হোটেলেই হাত-পা বেঁধে যৌনকর্মীকে হত্যা

'ছেলেদের সাথে বসা যাবে না, মানতে হবে ড্রেসকোড'

জানা গেল এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ


news24bd.tv/ নকিব