সাগরে ভেসে যাওয়া পর্যটককে জীবিত উদ্ধার, পরে মৃত্যু

সাগরে ভেসে যাওয়া পর্যটককে জীবিত উদ্ধার, পরে মৃত্যু

অনলাইন ডেস্ক

কক্সবাজার সমুদ্র সৈকতে সাপ্তাহিক ছুটির দিনে দুই ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাগরে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

আর অপরজনের মৃত্যু হয় গোসলে নেমে। তবে সাগরে গোসলে নেমে প্রাণহানির ঘটনার জন্য পর্যটকের অসচেতনতাকে দুষছেন লাইফ গার্ড কর্মীরা।

শুক্রবার দুপুরে ১টার দিকে সৈকতের সী গাল পয়েন্টে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ। যার গায়ে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশের উপ সহকারী পরিদর্শক আমিনুল ইসলাম।

আর ও পড়ুন: 


সমুদ্রে নামতে মানতে হবে এই ১০ নির্দেশনা

হাতিয়ায় দেশীয় বন্দুক, তাজা গোলা ও পাইরোটেকনিক উদ্ধার

তিন কিউই ক্রিকেটারের করোনা শনাক্ত, পাকিস্তান সিরিজ বাতিল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে মেয়র তাপসের কুশপুত্তলিকা দাহ


আর বিকেল ৩টার দিকে একই পয়েন্টে গোসলে নেমে সাগরে ভেসে যায় এক পর্যটক। পরে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে আনা হয় কক্সবাজার সদর হাসপাতালে।

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

আর জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানালেন, পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তায় নানা কার্যক্রম নিয়েছে প্রশাসন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর