৪৫ মিনিট পর হাসপাতালে অলৌকিকভাবে বেঁচে উঠলেন নারী!

৪৫ মিনিট পর হাসপাতালে অলৌকিকভাবে বেঁচে উঠলেন নারী!

অনলাইন ডেস্ক

এক অবাক ঘটনার সাক্ষী হল যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড শহর। হাসপাতালে হার্ট অ্যাটাক করার ৪৫ মিনিট পর বেঁচে উঠলেন এক নারী। ব্রিটিশ সংবাদ সংস্থা মিররের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা জানা, ওই নারীর নাম ক্যাথি প্যাটেন।

ওই নারীর মেয়ে অন্তঃসত্ত্বা ছিলেন। মেয়ের প্রসববেদনা উঠলে তিনি তার মেয়েকে নিয়ে দ্রুত হাসপাতালে যান। হাসপাতালে নিয়ে গিয়ে তার মেয়েকে ভর্তি করানোর পর তিনি হার্ট অ্যাটাক করেন।  

news24bd.tv

হাতের পালস দেখে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ক্যাথির মস্তিস্কে অক্সিজেন সঞ্চালন হচ্ছিল না, চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেন। এরপরেই তাকে সিপিআর দেওয়া শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে তাকে সিপিআর দেয়া হয়। তবে সবাইকে অবাক করে দিয়ে ৪৫ মিনিট পর আবারও শ্বাস নিতে শুরু করেন তিনি। তার পালস রেট পরীক্ষা করে চিকিৎসকরা এই অসম্ভব ঘটনা সত্য হয়েছে বলে নিশ্চিত করেন।

রও পড়ুন:

লালন শাহ সেতুতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার ঢাকার যে এলাকায় মার্কেট বন্ধ

মাল্টা চাষে মডেল উজিরপুরের কৃষক শ্যামল, বছরে লাখ টাকা আয়

গাড়ি সাইড দেয়ায় ব্যবসায়ীকে মারধর করলেন এমপি রিমন!


ক্যাথির এই ঘটনা আলোড়ন ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে ক্যাথি জানান, তিনি তার নাতিকে দেখার জন্যই এই দ্বিতীয় জীবন পেয়েছেন।

news24bd.tv/ নকিব