জাহাজের ধাক্কায় সাগরে ডুবল ট্রলার, নিহত ২, নিখোঁজ ১

জাহাজের ধাক্কায় সাগরে ডুবল ট্রলার, নিহত ২, নিখোঁজ ১

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলে নিহত ও এক জেলে নিখোঁজ রয়েছেন।  

শুক্রবার ভোর সাড়ে ৪টায় চট্টগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন গভীর সমুদ্রে এ দুঘর্টনা ঘটে বলে নিশ্চিত করেন মনপুরা থানার ওসি সাইদ আহমেদ।

তিনি বলেছেন, নিহতরা হলেন- মো. রুবেল (২৭) ও মো. মাফু (২৮)। তাদের বাড়ি উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন ও দাসেরহাট গ্রামে।

অপর নিখোঁজ জেলে হলেন উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মজিবুল হকের ছেলে মো. মিজানুর রহমান (৩৬)।

সংশ্লিষ্টরা জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টায় গিয়াস উদ্দিন মাঝির ট্রলারে থাকা জেলেরা চট্টগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন সাগরে জালপাতা অবস্থায় মাছ শিকার করছিলেন। এ সময় একটি জাহাজ পেছনে ধাক্কা দেয়। তাৎক্ষণিক ট্রলারটি ১১ জেলেসহ ডুবে যায়।

এ সময় পাশে থাকা মনপুরার কামাল মাঝির ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ৮ জেলেকে উদ্ধার করে।

আরও পড়ুন:


সংস্কারের অভাবে বেহাল রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট

গাজীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ভেসে আসা তিমির ওজন ৩০ হাজার কেজি, দৈর্ঘ্য ৪০ ফুট


পরে মৃত অবস্থায় দুই জেলের লাশ উদ্ধার করে। কিন্তু সাগরে নিখোঁজ থাকা এক জেলেকে অনেক খোঁজার পরও সন্ধান না পাওয়ায় জীবিত ৮ জেলে ও মৃত দুই জেলের লাশ নিয়ে মনপুরার উদ্দেশে কামাল মাঝির ট্রলার রওনা হয়েছে।

ওসি জানান, জেলে ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয় ও এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা জানান, নিহত জেলে পরিবারদের আর্থিক সহযোগিতা করা হবে।

news24bd.tv তৌহিদ