মোদি-বাইডেন বৈঠক, তৈরি হলো নতুন সম্পর্ক

মোদি-বাইডেন বৈঠক, তৈরি হলো নতুন সম্পর্ক

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

শুক্রবার এই বৈঠকে দু'দেশের বেশ কিছু আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়। যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করার আহ্বান জানান।

বৈঠকে ৪ মিলিয়ন ইন্দো-আমেরিকান বাসিন্দারা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা নিয়েও আলোচনা করেন বাইডেন।

আরও পড়ুন


যে কারণে ২৫ বছর পর চুল কাটলেন অপরাজিতা!

আমাদের ফোন পেগাসাসের মাধ্যমে ট্যাপ করা হয়েছে

যারা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে

গৃহবন্দী থেকে মুক্তি পেলেন মেং ওয়ানঝু


এছাড়াও আলোচনায় উঠে আসে করোনা মহামারি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তনসহ মহাত্মা গান্ধির রাজনৈতিক আন্দোলন ও নীতি আদর্শের প্রসঙ্গও। প্রায় এক ঘণ্টার বৈঠক করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। এ বৈঠক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটি নতুন সম্পর্ক তৈরি হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।   

news24bd.tv রিমু   

এই রকম আরও টপিক