বিসিবি নির্বাচন ঘিরে লড়াই জমজমাট

Other

শুরুতে নির্বাচনের আবহওয়া ঠান্ডা থাকলেও মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে জমে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বোর্ড নির্বাচন। ৩ ক্যাটাগরিতেই আভাস পাওয়া যাচ্ছে নির্বাচনের। শেষ দিনে নিজের নমিনেশন ফরম সংগ্রহ করেছেন বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।  

শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম।

২৩ পরিচালক পদের জন্য এবার মোট ৩২ প্রার্থী নমিনেশন ফরম সংগ্রহ করেছেন।

শুরুতে অপ্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনের আভাস পাওয়া গেলেও পরিচালক পদে তিন ক্যাটাগরিতে মিলছে লড়াইয়ের আভাস।

বিসিবির এবারের পরিচালক পদের নির্বাচনে আসছেন কয়েকজন নতুন মুখ। নিজের নমিনেশন ফরম সংগ্রহ করতে এসে নতুনদের আগ্রহ দেখে খুশি হয়েছেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন:

অবশেষে ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ পড়ছে বাংলাদেশ

বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ পানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, জানালেন কৃষিমন্ত্রী

ইভ্যালির সঙ্গে আর সম্পর্ক নেই তাহসানের


 

তবে নির্বাচনে ক্যাটাগরি ৩ নিয়ে আলোচনা হতেই পারে। এই ক্যাটাগরি থেকেই বোর্ড পরিচালক হওয়ার সুযোগ পান সাবেক ক্রিকেটাররা। এবারের নির্বাচনে এই ক্যাটগরিতে লড়ায়ের আভাস পাওয়া যাচ্ছে বর্তমান বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন ও ক্রিকেট পরামর্শক নাজমুল আবেদীন ফাহিমের মধ্যে।

আগামী ২৭ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবেন।

news24bd.tv/আলী