ফোনের লেন্সে ধরা দিল শরতের সাদা মেঘের ভেলা!

ফোনের লেন্সে ধরা দিল শরতের সাদা মেঘের ভেলা!

Other

দেশে এখন শরৎকাল। শরৎকালের প্রধান অনুষঙ্গ সাদা মেঘের ভেলা আর কাশফুল। কাশফুলের সাথে অজস্র ছবি তুলে পোস্ট করা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রামে। তবে দেশে যাদের শখের বাগান তাদের কেউ বাগানে কাশফুলের গাছ রোপন করে বলে দেখিনি।

অনাদর অবহেলায় বেড়ে ওঠা সৌন্দর্যের সুধা নিলেও তার কোন কদর করি না।

আমাদের এখানে কাশফুলের মতো শুভ্র সৌন্দর্যের কোন ঘাস নেই। তবুও প্রায় সব বাগানেই একগোছা ঘাসফুল লাগিয়ে থাকে বুনো সৌন্দর্যের আশায়। একটি গোলাপ গাছের প্রায় সমান দামে একগোছা ঘাসফুল কিনতে হয়।

আমাদের বাগানেও আছে কিছু ঘাসফুল। ‘জেবরা গ্রাস’ নামের এ ঘাসফুলের আদি নিবাস জাপানে। এতে সাদা ফুল ফোঁটে না, ফোঁটে সোনালি ফুল। এই শরতেও ফুঁটেছে সে ফুল। ছবি তুলতে গিয়ে ফোনের লেন্সে ধরা দিল শরতের সাদা মেঘের ভেলা।

আরও পড়ুন


সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, দেশে ভারী বৃষ্টির আভাস

অবসান ঘটতে যাচ্ছে আঙ্গেলা ম্যার্কেলের

শিশু সন্তানকে জবাই করে মায়ের আত্মহত্যার চেষ্টা, আটক মা


প্রকৃতি বিশ্বের সব প্রান্তে একই সৌন্দর্য বিলিয়ে যায় নি:স্বার্থভাবে।

(লেখাটির আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv রিমু

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর