কংগ্রেসে যোগ দেয়ার আগে সিপিআই অফিস থেকে এসি খুলে নেন কানহাইয়া

কংগ্রেসে যোগ দেয়ার আগে সিপিআই অফিস থেকে এসি খুলে নেন কানহাইয়া

অনলাইন ডেস্ক

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসেই যোগ দিলেন সিপিআই নেতা কানহাইয়া কুমার। মঙ্গলবার বিকালে নয়াদিল্লিতে কংগ্রেসে যোগ দেওয়ার আগে পাটনার সিপিআই দলীয় কার্যালয়ে নিজের ঘর থেকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) খুলে নিয়ে যান কানহাইয়া কুমার।  

আর সেই নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক।

 কিছুদিন আগের এই ঘটনায় বিহারে সিপিআই সাধারণ সম্পাদক রামনরেশ পাণ্ডে বলেছিলেন, ‘আমরা আপত্তি করিনি।

কারণ ওই এসি নিজের টাকায় বসিয়েছিলেন কানহাইয়া। সেটা খুলে নেওয়ায় আমরা আপত্তি করব কেন?’’

এই বিতর্কের মধ্যেই মঙ্গলবার নয়াদিল্লিতে কংগ্রেসে যোগ দেন। যদিও সিপিআই নেতৃত্ব শেষ মুহূর্ত পর্যন্ত আশায় ছিলেন কানহাইয়া কংগ্রেসে যাবেন না। কিন্তু মঙ্গলবার বিকেলে সিপিআই ছেড়ে কংগ্রেসের হাতই ধরেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর পড়ুয়া সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া।

আরও পড়ুন:


দুই মেয়েসহ মা নিখোঁজ উৎকন্ঠায় পরিবার

রশি দিয়ে বাধা প্রতিবন্ধী শহিদের বন্দী জীবন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার রিদু নিহত

স্কুল খোলার পর যেভাবে চলবে প্রাথমিকের ক্লাস!

 

দল ছাড়ার সময় কানহাইয়া সিপিআই-এর জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন। পার্টি কাঠামোয় যা সর্বোচ্চ নীতিনির্ধারক সমিতি হিসেবে বিবেচিত হয়। এই পরিস্থিতিতে তার দলবদলের উত্তেজনায় ঘি ঢেলেছে সিপিআই দফতর থেকে এসি খুলে নিয়ে যাওয়ার ঘটনা।

news24bd.tv/আলী