আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে। শেখ হাসিনার সততা ও দেশপ্রেমের কারণেই তারা জয়ী হবে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘর হল রুমে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সততা ও সাহসিকতাই হচ্ছে শেখ হাসিনার ম্যাজিক।
আরও পড়ুন
এবার মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আসন প্রতি লড়বেন ৪৫ জন
দিনাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রধানমন্ত্রীর জন্মদিনে গোলাম রাব্বানীর ৭৫টি সেলাই মেশিন বিতরণ
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, টেমস নদীর পাড় থেকে আসা বার্তায় দেশে আন্দোলনের হাঁক-ডাক দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভাঙ্গাহাট আর জমবে না বলেও মন্তব্য করেন তিনি।
news24bd.tv এসএম