নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

Other

নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে  ট্রাকের ধাক্কা লেগে হেলপার সোহেল সরকার নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ট্রাকের চালক ঈদ্রিস হোসেন। আজ শনিবার সকালে নাটোর পৌর শহরের নাটোর-রাজশাহী মহাসড়কের পিটিআই মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।  

নিহত সোহেল সরকার সদর উপজেলার সুলতানপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন


রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ হত্যায় আরও দুইজন গ্রেপ্তার

রাজধানীতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জিকরুল্লাহ'র মৃত্যু

রাষ্ট্রীয় নথি জালসহ কয়েকটি অপরাধে ফেঁসে যাচ্ছেন নাসির-তামিমা

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৮ জনের মৃত্যু


নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাদাদ ও স্থানীয়রা জানান, সকালে নাটোর শহরের বড়হরিশপুর থেকে রাজশাহীর দিকে রওনা হয় ট্রাকটি। এ সময় ট্রাকের চালক বসে থেকে হেলপারকে ট্রাকটি চালাতে দেয়। হেলপার ট্রাকটি চালিয়ে নিয়ে শহরের পিটিআই মোড় এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে।

এ সময় ট্রাকে থাকা দুজনই আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল সরকার মারা যায়। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রয়েছে।  

news24bd.tv/ কামরুল