প্রবল গতিবেগে আঘাত হানে ঘূর্ণিঝড় শাহিন

প্রবল গতিবেগে আঘাত হানে ঘূর্ণিঝড় শাহিন

অনলাইন ডেস্ক

মৌসুমী ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে গতকাল রবিবার ঝড়ো বাতাসের সঙ্গে তীব্র বৃষ্টিতে রাস্তা প্লাবিত হয়ে পড়ে।

আলজাজিরার তথ্যসূত্রে জানা যায়, গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় শাহীন তাদের উপকূলরেখার কিছু অংশে ধাক্কা খেয়ে আঘাত হানে। এতে গতকাল রোববার ওমান ও ইরানে কমপক্ষে নয়জন নিহত হয়েছে।
 
রাজধানী মাস্কটে সব ধরনের বিমানের ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ স্থগিত করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট  বন্যায়  ভেসে যাওয়া এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন।


আরও পড়ুন

জাপানে নির্বাচিত হলেন শততম প্রধানমন্ত্রী

এ মাসে ‘খুলছে’ সব শিক্ষা প্রতিষ্ঠান

শীর্ষ সাইবার সন্ত্রাসীদের ভয়ংকর অপতৎপরতা

হালদায় আবারও মৃত ডলফিন


এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণের কারণে দেশটির একটি শিল্পাঞ্চলে পাহাড় ধসে দুই এশীয় শ্রমিক নিহত হয়েছেন। উপকূলীয় এলাকায় আঘাত হানার সময় ঘূর্ণিঝড় শাহীনের কেন্দ্রটি রাজধানী মাস্কট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ছিল এবং  ১২০ কিলোমিটারের বেশি বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানে।

news24bd.tv/এমি-জান্নাত