ঝালকাঠিতে বিএনপি অফিসে হামলা ভাংচুরের অভিযোগ
বিএনপির সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে বিএনপি অফিসে হামলা ভাংচুরের অভিযোগ

Other

ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতৃবৃন্দ। বুধবার সকাল ১০ টার দিকে শহরের আমতালা বিএনপি কার্যালয়ে এ ঘটনার বিস্তারিত জানানো হয়। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন লিখিত বক্তব্য তুলে ধরেন।

লিখিত বক্তব্যে এনামুল হক এলিন বলেন, আমাদের বিএনপির আমতলা প্রধান কার্যালয় ভাংচুর করেছে আওয়ামী ছাত্রলীগ।

২০২০ সন হতে এ কার্যালয়ে জেলার দলীয় প্রধান কার্যালয় হিসাবে সকল কর্মসূচি পালন করা হচ্ছে।  

গত ৪ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে আওয়ামী ছাত্রলীগ জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে ১৫/২০ টি মোটরসাইকেলে এসে আমাদের কার্যালয় ভাংচুর করে। এ সময় অফিসের সাটান, থাই গ্লাসের জানালা ও সাইনবোর্ড ভাংচুর করে।

আরও পড়ুন:


প্রধান শিক্ষককের বিরুদ্ধে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ !

মালামাল লুট করে বিধবা নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁওয়ে স্বামীর হাতে স্ত্রী খুন, থানায় আত্মসমর্পণ

অনলাইন ঘৃণ্য বক্তব্য, উদ্দেশ্যমূলক তথ্য-বিভ্রান্তির বিরুদ্ধে পদক্ষেপ চায় বাংলাদেশ


যা সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সচিত্র সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ সম্মেলনে এই হামলা, তাণ্ডব, ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের চিহ্নিত করতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়।  

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নূরুল আলম গিয়াস, সাবেক সহ-সভাপতি অগেদুল ইসলাম বাদল, রেজাউল হক আজিম, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন, কামাল মল্লিক, মো. জাহিদ হোসেন, রিয়াজ মুন্সি, ছাত্রদল নেতা কেশব সুমনসহ আরও অনেকে।

news24bd.tv/ কামরুল