ঢাকার ওয়াসার অফিসে বিষধর সাপ

ঢাকার ওয়াসার অফিসে বিষধর সাপ

অনলাইন ডেস্ক

ঢাকা ওয়াসার কেন্দ্রীয় অফিস থেকে গত সপ্তাহে বেশ কয়েকটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। সাপ উদ্ধারের ঘটনায় ওয়াসা ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার এক কর্মকর্তা জানিয়েছেন, গত এক সপ্তাহে ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও সচিবের কক্ষ থেকে তিনটি সাপ উদ্ধার করা হয়েছে। সাপগুলো মেরে ফেলা হয়েছে।

আরও পড়ুন:


১ লাখ ২৫ হাজার অবৈধ মোবাইল ফোন বন্ধ করল বিটিআরসি

প্রধান শিক্ষককের বিরুদ্ধে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ !

শত বছর চেষ্টার পর ম্যালেরিয়ার ভ্যাকসিন অনুমোদন

ভাঙা মোবাইল নিয়ে গেল খুনির কাছে


ওয়াসার জনসংযোগ কর্মকর্তা আব্দুল কাদের জানান, ‘গত কয়েক দিনে কয়েকটি সাপ উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এগুলো এসেছে তা আমাদের জানা নেই। একেকজন একেক কথা বলছে। তবে আমরা আতঙ্কিত নই।

news24bd.tv/ কামরুল